Haemorrhoid বা অর্শ অর্শ বা পাইলস হলো পায়ূ পথের রক্তনালী ফুলে যাওয়া রোগ। মেডিকেল ভাষায় একে হেমোরয়েড বলা হয়। অর্শের লক্ষণগুলি হলো: মলত্যাগের সময় ব্যথা ছাড়াই রক্তপাত, মলদ্বার এলাকায় চুলকানি, পায়ূ এলাকায় ব্যথা বা অস্বস্তি, মলদ্বারের কাছে সংবেদনশীল বা বেদনাদায়ক পিণ্ডের উপস্থিতি, মলদ্বারের চারপাশে ফুলে যাওয়া. অর্শ অর্শের কারণগুলি হলো: মলত্যাগের সময় চাপ,দীর্ঘক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকাগ,র্ভাবস্থা,স্থূলতা,কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। অভ্যন্তরীণ ও বাহ্যিক ভাবে অর্শ দিতে পারে; তবে অনেকের মধ্যে এই দু’টির সমন্বয় দেখা যায়। জীবনের জন্য হুমকি হতে পারে এতটা রক্তপাত আরও বিরল। সমস্যা দেখা দিলে অনেক লোকই বিব্রত বোধ করে এবং কেবল রোগের যথেষ্ট বিস্তারের পরই চিকিৎসা সেবা গ্রহণ করে। অভ্যন্তরীণ অভ্যন্তরীণ হেমোরয়েডস হলে সচরাচর অন্ত্রের আন্দোলনের আগে বা পরে বেদনাহীন, উজ্জ্বল লাল রেকটাল ব্লিডিং (মলদ্বারে রক্তপাত) হতে পারে।মল রক্ত দ্বারা আবৃত থাকতে পারে, যে অবস্থাকে হেমাটোকেজিয়া বলে। অভ্যন্তরে হলে এমন এক্ষেত্রে টয়লেট...